NSOU UG CC BG 11 FINAL SUGGESTION
UG CC – BG – 11 FINAL SUGGESTION
NETAJI SUBHAS OPEN UNIVERSITY
CC – BG – 11
প্রশ্নের মানঃ – ১০
প্রশ্ন: লক্ষণের প্রতি শৃপণখা পত্রিকাটি বিশ্লেষণ করে বিশেষত্ব বুঝিয়ে দাও। শৃপণখা কোন অর্থে বীরাঙ্গনা তা চরিত্রটি বিশ্লেষণের মাধ্যমে আলোচনা করো।
প্রশ্ন: ‘চিত্রা’ কাব্যের ‘জীবনদেবতা’ কবিতা অনুসারে জীবনদেবতা তত্ত্বের স্বরূপ উদঘাটন করুন।
প্রশ্ন: ‘মেঘদূত’ কবিতায় রবীন্দ্রনাথের প্রেমভাবনার স্বরূপ আলোচনা করুন।
প্রশ্ন: কাজী নজরুলের ‘বিদ্রোহী’ কবিতাটির মূল বিষয় সংক্ষেপে আলোচনা করুন।
প্রশ্ন: সোমের প্রতি তারা পত্রিকায় কবির পুরান তথ্যের অভিনবত্ব আনার ক্ষেত্রে কবি মধুসূদনের কৃতিত্বের পরিচয় দিন।
প্রশ্ন: শকুন্তলা পত্রিকার মূল বিষয়বস্তু বিস্তৃত আলোচনা করুন।
প্রশ্ন: সুধীন্দ্রনাথ দত্ত রচিত ‘শাশ্বতী’ কবিতার প্রতিফলিত শাশ্বত প্রেম-ভাবনার যে স্বরূপ ফুটে উঠেছে, তার পরিচয় দিন।
প্রশ্নের মানঃ- ৫
প্রশ্ন: জীবনানন্দ দাশের ‘আট বছর আগের একদিন’ কবিতার ভাববস্তু আলোচনা করুন।
প্রশ্ন: কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা ‘ফুল ফুটুক না ফুটুক’ কবিতার ভাববস্তু আলোচনা করুন।
প্রশ্ন: রবীন্দ্রনাথের ‘দূর হতে কি শুনিস’ কবিতার বিষয়বস্তু আলোচনা করুন।
প্রশ্ন: ‘তোমার সৃষ্টির পথ’ কবিতাটির ভাব্বস্তু আলোচনা করে রবীন্দ্রনাথের মৃত্যুভাবনার পরিচয় দিন।
প্রশ্ন: কালিদাসের কালের অপূর্ব স্মৃতি ‘স্বপ্ন’ কবিতায় কীভাবে প্রকাশিত হয়েছে বিভিন্ন অনুষঙ্গ আলোচনা করে তা প্রকাশ করুন।
প্রশ্ন: বিষ্ণু দে-র ‘জল দাও’ কবিতাটি তাৎপর্য ব্যাখা করে সমাজমনস্ক কবিতা হিসাবে রচনাটি মূল্যয়ান করুন।
প্রশ্ন: আধুনিক কবি সমর সেনের লেখা ‘মহুয়ার দেশ’ কবিতার বিষয়বস্তু আলোচনা করুন।
প্রশ্ন: ‘সবলা’ কবিতায় নারীর যে মহীয়সী রূপ অঙ্কন করেছেন তা নিজের ভাষায় বিবৃত করুন।
প্রশ্ন: বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ‘রাস্তা কারোর একার নয়’ কবিতার মূলভাব আলোচনা করুন।
প্রশ্ন: জীবনানন্দ দাশের ‘আট বছর আগের একদিন’ কবিতার ভাববস্তু আলোচনা করুন।
প্রশ্ন: কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা ‘ফুল ফুটুক না ফুটুক’ কবিতার ভাববস্তু আলোচনা করুন।
এই সাজেশন শুধুমাত্র পাস করার জন্য। ভালো নম্বর পাওয়ার জন্য আমাদের সেন্টারের পুরো নোট পড়তে হবে।
*****************************************************************************************************************************************************
EVERGREEN TUTORIAL STUDY CENTER
এভারগ্রীন টিউটোরিয়াল স্টাডি সেন্টার
WhatsApp – 8768868438
উন্নত মানের নোটস, অ্যাসাইনমেন্ট এবং সাজেশন এর একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ।
আমাদের সেন্টার থেকে নোটস নিলে আপনারা 70 % থেকে 80 % এর মতো কমন পেয়ে যাবেন ।
অভিজ্ঞ শিক্ষক মন্ডলী তারা আমাদের সেন্টারের সমস্ত নোটস তৈরি করা হয়।
আমরা ছাত্র-ছাত্রীদের পাশে সবসময় থাকার চেষ্টা করি এবং সমস্ত রকম ভাবে সাহায্য করার চেষ্টা করি ।
আপনারা আমাদের সেন্টার থেকে নোটস কেন নেবেন?
- BEST QUALITY NOTES
- PERFECT SUGGESTIONS
- ONLINE CLASSES
- FULL SUPPORT & GUIDE
- LOW PRICE
- PRINTED NOTES & SUGGESTIONS
- SPEED POST HOME DELIVERY
কমন যোগ্য নোটস সাজেশন নিতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন ।
EVERGREEN TUTORIAL STUDY CENTER
YOUR WAY TO SUCCESS
WhatsApp – 8768868438
*********************************************************************************************************
কেন আমাদের নির্বাচন করবেন ?
- PDF Sample Copy দেখে নেওয়ার ব্যবস্থা আছে ।
- DTP করা নোট থাকবে।
- আমাদের নিজস্ব শিক্ষক,শিক্ষিকাদের দ্বারা বিভিন্ন রেফারেন্স বই ও নোট থেকে নোটস তৈরি করা হয় |
- পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশান পেয়ে যাবেন।
- সারাবছর সকল আপডেট ও সাহায্য পাবেন।
- 70 – 80% কমন যোগ্য সাজেশান।
- অনলাইন ক্লাসের ব্যাবস্থা।
- By Post, Cash On Delivery (COD) Available
- সমস্ত সেন্টারের থেকে কম মূল্যে উৎকৃষ্ট মানের নোটস ও অ্যাসাইনমেন্ট আমাদের সেন্টারেই পাবেন।
*******************************************************************************************************************************************************
WHAT’SAPP GROUP SUBSCRIBE CHANNEL INSTAGRAM
WEBSITE FACEBOOK GROUP FACEBOOK PAGE
****************************************************************************************************************************************
NSOU UG CC BG 11 FINAL SUGGESTION
NSOU UG CC BG 11 FINAL SUGGESTION
#NSOU #UG #SUGGESTION #NSOU_UG_SUGGESTION #NSOU_UG_CC_BG_11_FINAL_SUGGESTION
NSOU UG CC BG 11 FINAL SUGGESTION
NETAJI SUBHAS OPEN UNIVERSITY
UG SUGGESTION
NSOU UG BENGALI SUGGESTION
NSOU PREVIOUS YEARS QUESTION PAPER
EVERGREEN TUTORIAL