NSOU PG – HI – 1 FINAL SUGGESTION

NETAJI SUBHAS OPEN UNIVERSITY

PG FINAL SUGGESTION

PG – HI – 1

 

GROUP – A (18 x 2 = 36)

1) মুঘল যুগে ভারতের সমাজ ব্যবস্থা সম্পর্কে প্রবন্ধ লিখুন?

2) মুঘল সাম্রাজ্যের পতনে অষ্টাদশ শতাব্দির বিতর্কগুলি আলোচনা করুন?

3) মনসবদারী ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করুন?

4) শাহজাহানের পরবর্তীকালে উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ যুক্তিধারা বিশ্লেষণ করুন?

5) সর্বভারতীয় সাম্রাজ্যগঠঠনে আকবরের রাজপুত নীতি কিভাবে সাহায্য করেছিল?

6) আকবরের ধর্মনীতি আলোচনা করো? তিনি কি ইসলামকে ধ্বংস করেছিলেন?

7) সীতশচন্দ্রের গবেষণায় বিশেষ উল্লেখসহ জায়গীরদারী সংকট সম্বন্ধে একটি প্রবন্ধ লিখুন?

8) ঔরঙ্গজেবের মারাঠা নীতি বা দাক্ষিণাত্য নীতি বিশ্লেষণ করুন?

9) বস্ত্রশিল্পের উপর গুরুত্ব আরোপ করে মুঘল ভারতে অকৃষিজাত পণ্যের উৎপাদন সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন।

10)  অষ্টাদশ শতাব্দিতে ভারতের অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ করো?

GROUP – B (12 x 3 = 36)

1) মুঘল-শিখদের সংঘর্ষের বর্ণনা দাও ?

2) মুঘলযুগের ভূমিররাজস্ব ব্যবস্থার বর্ণনা দাও ?

3) পলাশি যুদ্ধের পটভূমি ও ফলাফল বিশ্লেষণ করো?

4) শাসক হিসাবে বাবরের মূল্যায়ন করো?

5) মুঘল যুগের প্রাদেশিক শাসনব্যবস্থা সম্পর্কে আলোচনা করো?

6) শাসক হিসাবে শেরশাহের মূল্যায়ন করো?

7) মুঘলযুগে কৃষকদের অবস্থা বিশ্লেষণ করো?

8) আঞ্চলিক শক্তিগুলির উত্থান মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কতটা দায়ি ছিল ??

9) ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ভারতীয় বণিকদের সম্পর্ক বিশ্লেষণ করুন?

GROUP – C (7 x 4 = 28)

1) নাদিরশাহের আক্রমণের ফল কি হয়েছিল?

2) আঞ্চলিক শক্তি হিসাবে হায়দ্রাবাদের উত্থান কি ভাবে হয়?

3) খানুয়ার যুদ্ধের রাজনৈতিক গুরুত্ব আলোচনা করো?

4) দ্বিতীয় পানিপথের যুদ্ধ সম্পর্কে টীকা লেখ ?

5) টীকা-পুরন্দরের সন্ধি।

6) শাহজাহানের মধ্য এশিয়া নীতি পর্যালোচনা করো?

7) মুঘল যুগের ইতিহাসের উপাদান?

8) টীকা- জাবত ব্যবস্থা।

9) মুঘলযুগের চিত্রকলা।

10) কর্ণাটকে ফরাসিদের সঙ্গে ইংরেজদের সাফল্যের কারণ?

11) মুঘল অর্থনীতিতে বন্দরের ভূমিকা?

12) আকবরের রাজত্বকালে মুঘল সাম্রাজ্যের বিস্তার?

13) বাবরের স্মৃতিকথার গুরুত্ব?

14) জাহাঙ্গীরের রাজত্বকালে নূরজাহানের ভূমিকা।

15) সৎনামী বিদ্রোহ।

16) বিদেশী পর্যটকদের বিবরণের গুরুত্ব।

17) আঞ্চলিক শক্তি হিসাবে বাংলার উত্থান?

18) মুঘল সাম্রাজ্যের পতনে বিদেশী আক্রমণের দায়িত্ব?

19) মহম্মদ শাহের শাসনের মূল্যায়ন।

 

*************************************************************************************************************

 

WHATSAPP GROUP YOUTUBE CHANNEL YOUTUBE SUJOY SIR

TELEGRAM GROUP FACEBOOK GROUP FACEBOOK PAGE

INSTAGRAM

 

**********************************************************************************************************

EVERGREEN TUTORIAL STUDY CENTER

এভারগ্রীন টিউটোরিয়াল স্টাডি সেন্টার

WhatsApp – 8768868438

উন্নত মানের নোটস, অ্যাসাইনমেন্ট এবং সাজেশন এর একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ।

আমাদের সেন্টার থেকে নোটস নিলে আপনারা 70 % থেকে 80 % এর মতো কমন পেয়ে যাবেন ।

অভিজ্ঞ শিক্ষক মন্ডলী তারা আমাদের সেন্টারের সমস্ত নোটস তৈরি করা হয়।

আমরা ছাত্র-ছাত্রীদের পাশে সবসময় থাকার চেষ্টা করি এবং সমস্ত রকম ভাবে সাহায্য করার চেষ্টা করি ।

আপনারা আমাদের সেন্টার থেকে নোটস কেন নেবেন?

  1. BEST QUALITY NOTES
  2. PERFECT SUGGESTIONS
  3. ONLINE CLASSES
  4. FULL SUPPORT & GUIDE
  5. LOW PRICE
  6. PRINTED NOTES & SUGGESTIONS
  7. SPEED POST HOME DELIVERY 

 

কমন যোগ্য নোটস সাজেশন নিতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন ।

EVERGREEN TUTORIAL STUDY CENTER

                                                                                                                                           YOUR WAY TO SUCCESS

WhatsApp – 8768868438

***************************************************************************

কেন আমাদের নির্বাচন করবেন ?

  • PDF Sample Copy দেখে নেওয়ার ব্যবস্থা আছে ।
  • DTP করা নোট থাকবে।
  • আমাদের নিজস্ব শিক্ষক,শিক্ষিকাদের দ্বারা বিভিন্ন রেফারেন্স বই ও নোট থেকে নোটস তৈরি করা হয় |
  • পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশান পেয়ে যাবেন।
  • সারাবছর সকল আপডেট ও সাহায্য পাবেন।
  • 70 – 80% কমন যোগ্য সাজেশান।
  • অনলাইন ক্লাসের ব্যাবস্থা।
  • By Post, Cash On Delivery (COD) Available
  • সমস্ত সেন্টারের থেকে কম মূল্যে উৎকৃষ্ট মানের নোটস ও অ্যাসাইনমেন্ট আমাদের সেন্টারেই পাবেন।

 

****************************************************************************************************************

আমাদের সেন্টারের  ছাত্র-ছাত্রীদের কিছু Feedback

EVERGREEN TUTORIAL STUDY CENTER

Call / WhatsApp – 8768868438

 

 

 

 

 

 

 

 

 

 

**********************************************************************************************************

NSOU PG – HI – 1 FINAL SUGGESTION

NSOU PG – HI – 1 FINAL SUGGESTION

NSOU PG – HI – 1 FINAL SUGGESTION

 

#nsou #nsou_pg_hi_1_final_suggestion #pg_history_suggestion #evergreen_tutorial #nsou_evergreen_tutorial #netaji_subhas_open_university #netaji_open #pghisuggestion #nsoupghistorysuggestion

Evergreen Tutorial

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *