NSOU PG BG 1 FINAL SUGGESTION

PG – BG – 1 SUGGESTION

NETAJI SUBHAS OPEN UNIVERSITY

PG – BG – 1

 

প্রশ্নের মান – 18

1) মালাধর বসুর ব্যাক্তি পরিচয় আবির্ভাব কাল সম্পর্কে আলোচনা করে ভাগবত অনুবাদে তার মূল্যায়নগত ও বাঙালিয়ানার পরিচয় দাও ।

2) রায়গুণাকর ভারতচন্দ্রের আন্নদামঙ্গল কাব্যের পরিচয় দাও

3) বাংলা গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান আলোচনা কর ।

4) রামমোহন রায়ের গ্রন্থ সমূহ উল্লেখ করে বাংলা গ্রন্থের সূচনা পর্বে তার অবদান সম্পর্কে বিস্তারিত আলোচনা কর।

5) বাংলা রোমান্স প্রণয় কাব্য রচনার পটভূমি সম্পর্কে আলোচনা কর।

6) ঈশ্বর গুপ্তের কাব্য চর্চার বিশেষত্ব আলোচনা করে তাকে  যুগসন্ধিক্ষণের কবি বলা যায় বলা যায় কিনা সে সম্পর্কে আলোচনা কর ।

7) ইউসুফ জুলেখা কাব্যটির রচনাকাল সম্পর্কে লিখে কাব্যটির বিষয়বস্তু ও রচনা রীতির বিশেষত্ব সম্পর্কে আলোচনা কর ।

8) প্রাক বঙ্কিম যুগে উপন্যাস রচনার যে প্রয়াস শুরু হয়েছিল তার পরিচয় দাও ।

9) চর্চার গ্রন্থ নাম রচনাকাল সম্পর্কিত বিতর্কটির তুলে ধরে বিষয়বস্তু ও সাহিত্য মুল্যর পরিচয় দাও ।

10) আরাকান রাজসভার সাহিত্য বলতে কী বোঝায় ? আরাকান রাজসভার কবি সাহিত্যর সাধারণ পরিচয় দাও অথবা মধ্যযুগের মুসলমান কবিদের কৃতজ্ঞ ?

11) সংস্কৃতি ভাষার কাব্য রচনা করে ও জয়দেবকে বাংলা সাহিত্যের অনুভূতির কারণ নির্দেশ কর ? পরবর্তী বাংলা সাহিত্য তার প্রভাব সম্পর্কে আলোচনা কর ।

12) বিদ্যাপতি বাঙালি নন তবুও বাংলা সাহিত্যের ইতিহাস তাকে ছাড়া অসম্পূর্ণ। মন্তব্যের আলোকে বাংলা সাহিত্য বিদ্যাপতি অবদান আলোচনা কর।

13) ত্রয়ী বন্দ্যোপাধ্যায় কাদের বলা হয় তাদের উপন্যাসের নাম লেখ ? পাক স্বাধীনতার পূর্বের বাংলা উপন্যাসে অবদান সম্পর্কে আলোচনা কর ।

 

প্রশ্নের মান – 12

 

1) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পুথি নাম সম্পর্কিত বিতর্কটি আলোচনা করে কাব্যটির মৌলিকতার পরিচয় দাও ।

2) বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশের ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান আলোচনা কর ।

3) শ্রীকৃষ্ণকীর্তন কাব্য এর প্রতিফলিত সমাজ চিত্রের পরিচয় দাও।

4) বাংলা নাটকের জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এর অবদান আলোচনা কর ।

5) রূপক সাংকেতিক নাটক রচনায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা কর ।

6) বাংলা কাব্যে মধুসূদন দত্তের কবি কৃতি সম্পর্কে আলোচনা কর ।

7) বঙ্গ রঙ্গের মঞ্চে ইতিহাসে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা কর ।

8) চৈতন্যের জীবনী কাব্য গুলির মধ্যে কোনটি তোমার সর্বোৎকৃষ্ট বলে মনে হয় ।

9) চর্চা গানের নিহিত সাধন তত্ত্বের পরিচয় দাও ।

10) কবি ওয়ালাদের উদ্ভব কোন সময় হয়েছিল? টপ্পা গান কি কয়েকজন টপ্পা লেখকদের পরিচয় দাও।

11) ঐতিহাসিক নাটক রচনায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা কর ।

 

প্রশ্নের মান – 7

 

1) সংক্ষিপ্ত টীকা লেখ:-  বিদ্যাপতি সমস্যা, রামেশ্বর ভট্টাচার্য শিবায়ন, মনমোহন সিং গীতিকা, অভয়ামঙ্গল, পরাগলি মহাভারত, শ্রীকৃষ্ণ বিজয়,

ছোট গল্প কার নরেন্দ্রনাথ মিত্র, জগদীশ গুপ্ত, প্রথম চৌধুরী, সমাবেশ বসু, বিমল কর, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রেমেন্দ্র মিত্র, মহাশ্বেতা দেবী, সুবোধ ঘোষ

সুভাষ মুখোপাধ্যায়, বিষ্ণু দে, শঙ্ক ঘোষ, বিনয় মজুমদার, শক্তি চট্টোপাধ্যায়, সুনিল গঙ্গোপাধ্যায়, প্রবন্ধে সৈয়দ মজুমদার আলী, বুদ্ধদেব বসু, সুবিন্দ্রনাথ দত্ত, প্রথম চৌধুরী, ভূদেব মুখোপাধ্যায়,

2) পত্রপত্রিকা সংক্ষিপ্ত টিকা:- দিগদর্শন বিচিত্রা, কল্লোল, বামাবোধ, পরিচয়, পূর্বাশা, কালি কলম, শনিবারের চিঠি,  উত্তরা, ভারতবর্ষ, প্রবাসী, সাধনা, ভারত,

3) আধুনিক বাংলা কাব্য কে কাকে কেন ভোরের পাখি বলেছিলেন

4) কবির নাম সহ  সাহিতিক মহাকাব্য গুলির নাম লিখে যেকোনো একটি পরিচয় দাও

5) রবীন্দ্র কাব্যধারায় মানষী ও সোনার তরী পূর্বের স্থান নিয়ম নির্ণয় কর

6) কার উদ্দেশ্য কবে কোথায় প্রথম রঙ্গমঞ্চ প্রস্থানের মাধ্যমে অভিনয়ের ব্যবস্থা করা হয়। সেখানকার নাট্য অভিনয়ের পরিচয় দাও

 

*************************************************************************************************************************************************************

 

EVERGREEN TUTORIAL STUDY CENTER

এভারগ্রীন টিউটোরিয়াল স্টাডি সেন্টার

WhatsApp – 8768868438

উন্নত মানের নোটস, অ্যাসাইনমেন্ট এবং সাজেশন এর একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ।

আমাদের সেন্টার থেকে নোটস নিলে আপনারা 70 % থেকে 80 % এর মতো কমন পেয়ে যাবেন ।

অভিজ্ঞ শিক্ষক মন্ডলী তারা আমাদের সেন্টারের সমস্ত নোটস তৈরি করা হয়।

আমরা ছাত্র-ছাত্রীদের পাশে সবসময় থাকার চেষ্টা করি এবং সমস্ত রকম ভাবে সাহায্য করার চেষ্টা করি ।

আপনারা আমাদের সেন্টার থেকে নোটস কেন নেবেন?

  1. BEST QUALITY NOTES
  2. PERFECT SUGGESTIONS
  3. ONLINE CLASSES
  4. FULL SUPPORT & GUIDE
  5. LOW PRICE
  6. PRINTED NOTES & SUGGESTIONS
  7. SPEED POST HOME DELIVERY 

 

কমন যোগ্য নোটস সাজেশন নিতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন ।

EVERGREEN TUTORIAL STUDY CENTER

                                                                                                                                           YOUR WAY TO SUCCESS

WhatsApp – 8768868438

***************************************************************************

কেন আমাদের নির্বাচন করবেন ?

  • PDF Sample Copy দেখে নেওয়ার ব্যবস্থা আছে ।
  • DTP করা নোট থাকবে।
  • আমাদের নিজস্ব শিক্ষক,শিক্ষিকাদের দ্বারা বিভিন্ন রেফারেন্স বই ও নোট থেকে নোটস তৈরি করা হয় |
  • পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশান পেয়ে যাবেন।
  • সারাবছর সকল আপডেট ও সাহায্য পাবেন।
  • 70 – 80% কমন যোগ্য সাজেশান।
  • অনলাইন ক্লাসের ব্যাবস্থা।
  • By Post, Cash On Delivery (COD) Available
  • সমস্ত সেন্টারের থেকে কম মূল্যে উৎকৃষ্ট মানের নোটস ও অ্যাসাইনমেন্ট আমাদের সেন্টারেই পাবেন।

 

*******************************************************************************************************************************************************

 

WHAT’SAPP GROUP    SUBSCRIBE CHANNEL    INSTAGRAM

WEBSITE    FACEBOOK GROUP    FACEBOOK PAGE

TELEGRAM GROUP

 

******************************************************************************************************************************************

NSOU PG BG 1 FINAL SUGGESTION

NSOU PG BG 1 FINAL SUGGESTION

#NSOU_PG_BG_1_FINAL_SUGGESTION #NSOU #PG #PG_BG #NSOU_SUGGESTION #NSOU_PG_BG_SUGGESTION #NETAJI_SUBHAS_OPEN_UNIVERSITY #NETAJI_OPEN #NSOU_BENGALI_SUGGESTION #NSOU_PG_BG_1 #PG_BG_1_SUGGESTION #NSOU_PG_BENGALI_PREVIOUS_YEAR_QUESTION_PAPER_PDF_DOWNLOAD

NSOU PG BENGALI SUGGESTION

NSOU PG BENGALI QUESTION PAPER

NSOU PG BENGALI SYLLABUS

NSOU PG BENGALI QUESTION PAPER PDF DOWNLOAD

NSOU PG BENGALI SUGGESTION PDF DOWNLOAD

NSOU PG PREVIOUS YEAR QUESTION PAPER

NSOU PG BENGALI BOOK PDF

NSOU PG BENGALI SUGGESTION PDF

 

Evergreen Tutorial

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *