NETAJI SUBHAS OPEN UNIVERSITY
PG PS 1 SUGGESTION – NSOU
PG POLITICAL SCIENCE SUGGESTION
PG – PS – 1 FINAL SUGGESTION
যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিন :-
1) জাতীয়তাবাদ সম্পর্কে বঙ্কিমচন্দ্রের ধারণার প্রধান বৈশিষ্ট্য গুলি ব্যাখ্যা করো ?
2) জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের অবস্থান বিশ্লেষণ করুন?
3) উপনিবেশিক ভারতে দলিত আন্দোলনের উপর একটি নিবন্ধ লিখুন ?
4) উদাহরণ সহযোগে ঐতিহ্য ও আধুনিকতা প্রসঙ্গে রামমোহনের দৃষ্টিভঙ্গি আলোচনা করুন?
5) ভারতে কৃষক আন্দোলনের উদ্ভব ও গতিপ্রকৃতি বর্ণনা করুন?
6) কৃষক আন্দোলনের বৈশিষ্ট্য লিখো ?
7) সৈয়দ আহমেদ খানকে “মুসলিম আধুনিকীকরণের জনক ” বলা হয় কেন? ব্যাখ্যা করুন
যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিন :-
1) ধর্ম ও রাজনীতি বিষয়ে সৈয়দ আহমেদ খানের দৃষ্টিভঙ্গি একটি মূল্যায়ন করুন?
2) সুভাষচন্দ্র বসুর জাতীয়তাবাদী চিন্তার বৈশিষ্ট্য গুলি বিশ্লেষণ করুন?
3) ‘নয়া মানবতা’ প্রসঙ্গে এম. এন. রায়ের ধারণা আলোচনা করুন?
4) বাংলার স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারা আলোচনা করুন?
5) রাষ্ট্র এবং সমাজ প্রসঙ্গে রবীন্দ্রনাথের চিন্তা বিশ্লেষণ করুন?
6) জাতীয়তাবাদকে ঘিরে গান্ধী রবীন্দ্রনাথের বিতর্কের স্বরূপ পর্যালোচনা করুন।
7) সুভাষচন্দ্র বসুর জাতীয়তাবাদী চিন্তা ব্যাখ্যা করুন?
8) জয় প্রকাশ নারায়ণ মার্কসবাদী প্রহাবকে কিভাবে অতিক্রম করেছিলেন তা আলোচনা করুন ?
9) স্বদেশী আন্দোলনের সাফল্য ও সীমাবদ্ধতা পর্যালোচনা করুন ?
10) ভারতে সামাজিক ও রাজনৈতিক সংস্কার বিষয়ে রামমোহন রায়ের বক্তব্য ব্যাখ্যা করুন?
11) আপনি কি বিবেকানন্দকে প্রথম ভারতীয় সমাজতন্ত্রী মনে করেন? উত্তরের সাপেক্ষে যুক্তি দিন
12) জওহরলাল নেহেরু কি স্বাধীনতার উত্তরকালে তাঁর সমাজতান্ত্রিক অবস্থান থেকে সরে এসেছিলেন? যুক্তিসহ আলোচনা করুন।
13) ভারতে উপজাতি আন্দোলনের ভূমিকা একটি বিস্তারিত মূল্যায়ন করুন?
যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিন :-
1) সংবাদপত্রের স্বাধীনতা প্রসঙ্গে রামমোহনের ভাবনা সংক্ষেপে আলোচনা করুন?
২) পরিবেশ প্রসঙ্গে রবীন্দ্রনাথের অবস্থান সংক্ষেপে বিশ্লেষণ করুন ?
3) ‘ সর্বোদয় ‘ধারণাটি কার সঙ্গে জড়িত এবং এর অর্থ কি?
4) গান্ধী দর্শনে ‘ সত্যাগ্রহ ‘ এর তাৎপর্য সংক্ষেপে আলোচনা করুন?
5) জহরলাল নেহেরুর সমাজতান্ত্রিক তত্ত্বের বৈশিষ্ট্য লিখুন ?
6) ভারতে শ্রমিক আন্দোলন কিভাবে বিশ ও ত্রিশের দশকে বিস্তার লাভ করেছিল?
7) ‘ আনন্দমঠ ‘ -কে জাতীয়তাবাদী উপন্যাস বলা হয় কেন ?
8) ‘ সামগ্রিক বিপ্লব ‘ বলতে জয়প্রকাশ নারায়ণ কি বলতে চেয়েছিলেন ?
9) ভারতের দলিত আন্দোলনে জ্যোতিবা ফুলের ভূমিকা সংক্ষেপে আলোচনা করুন?
10) গণতন্ত্র প্রসঙ্গে রামমোহনের ধারণা বর্ণনা করুন?
11) স্বদেশী সমাজ প্রসঙ্গে রবীন্দ্রনাথের ভাবনা কি ছিল?
12) জয় প্রকাশ কি গণতান্ত্রিক সমাজবাদের প্রবক্তা ছিলেন ? উত্তর সাপেক্ষে যুক্তি দিন।
13) I.N.T.U.C.– এর উপর একটি টীকা লিখুন?
14) প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতে সংঘটিত বিভিন্ন শ্রমিক আন্দোলনের কারণগুলি আলোচনা করো।
************************************************************************************************************
EVERGREEN TUTORIAL STUDY CENTER
WhatsApp – 8768868438
নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটি আর্টস ( Arts ) এর সকল সাবজেক্টের নোটস সাজেশন এবং অ্যাসাইনমেন্টের জন্য আপনারা আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারেন | আমাদের সেন্টারের WhatsApp নাম্বার হল – 8768868438 আমাদের সেন্টার থেকে নোটস নিলে অ্যাসাইনমেন্ট বিনামূল্যে দেয়া হবে | আমাদের সেন্টারে উন্নত মানের কমনযোগ্য নোটস এবং সাজেশন পাওয়া যায় |
***************************************************
EVERGREEN TUTORIAL STUDY CENTER
এভারগ্রীন টিউটোরিয়াল স্টাডি সেন্টার
WhatsApp – 8768868438
উন্নত মানের নোটস, অ্যাসাইনমেন্ট এবং সাজেশন এর একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ।
আমাদের সেন্টার থেকে নোটস নিলে আপনারা 70 % থেকে 80 % এর মতো কমন পেয়ে যাবেন ।
অভিজ্ঞ শিক্ষক মন্ডলী তারা আমাদের সেন্টারের সমস্ত নোটস তৈরি করা হয়।
আমরা ছাত্র-ছাত্রীদের পাশে সবসময় থাকার চেষ্টা করি এবং সমস্ত রকম ভাবে সাহায্য করার চেষ্টা করি ।
আপনারা আমাদের সেন্টার থেকে নোটস কেন নেবেন?
- BEST QUALITY NOTES
- PERFECT SUGGESTIONS
- ONLINE CLASSES
- FULL SUPPORT & GUIDE
- LOW PRICE
- PRINTED NOTES & SUGGESTIONS
- SPEED POST HOME DELIVERY
কমন যোগ্য নোটস সাজেশন নিতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন ।
EVERGREEN TUTORIAL STUDY CENTER
YOUR WAY TO SUCCESS
WhatsApp – 8768868438
***************************************************************************
কেন আমাদের নির্বাচন করবেন ?
- PDF Sample Copy দেখে নেওয়ার ব্যবস্থা আছে ।
- DTP করা নোট থাকবে।
- আমাদের নিজস্ব শিক্ষক,শিক্ষিকাদের দ্বারা বিভিন্ন রেফারেন্স বই ও নোট থেকে নোটস তৈরি করা হয় |
- পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশান পেয়ে যাবেন।
- সারাবছর সকল আপডেট ও সাহায্য পাবেন।
- 70 – 80% কমন যোগ্য সাজেশান।
- অনলাইন ক্লাসের ব্যাবস্থা।
- By Post, Cash On Delivery (COD) Available
- সমস্ত সেন্টারের থেকে কম মূল্যে উৎকৃষ্ট মানের নোটস ও অ্যাসাইনমেন্ট আমাদের সেন্টারেই পাবেন।
****************************************************************************************************************
WHATSAPP GROUP YOUTUBE CHANNEL YOUTUBE SUJOY SIR
TELEGRAM GROUP FACEBOOK GROUP FACEBOOK PAGE
*****************************************************************************************************************
PG PS 1 SUGGESTION – NSOU
PG PS 1 SUGGESTION – NSOU
PG PS 1 SUGGESTION – NSOU
#pg
#nsou
#pgpssuggestion
#pgpsfinalsuggestion
#nsoupgsuggestion