২. নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় : দর্শন ও উদ্দেশ্য (Netaji Subhas Open University : Vision and Mission)

দর্শনঃ-

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের রাজ্য বিশ্ববিদ্যালয়, যা এ রাজ্যের মানব-সম্পদের ভিত্তি নির্মাণ করবে। জ্ঞানান্বেষীদের প্রয়োজন ও তাগিদ অনুযায়ী, একবিংশ শতাব্দীর উপযোগী শিক্ষাদানের উদ্দেশ্যে এই বিশ্ববিদ্যালয় অন্যান্য রাজ্য ও জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়গুলির সাথে একযোগে দূরশিক্ষার মান উন্নয়ন ও যথোচিত প্রযুক্তি নির্মাণের কাজে আত্মনিয়োগ করবে, যাতে এদেশে আন্তর্জাতিক মানের দূরশিক্ষাব্যবস্থা তৈরি করা যায়।

উদ্দেশ্য : –

রাজ্যের বিভিন্ন অংশে উচ্চশিক্ষা প্রসারের জন্য এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলির সহযোগিতায় উচ্চশিক্ষা এবং দক্ষতা-বর্ধক শিক্ষাক্রম প্রদানের জন্য নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়

  • রাজ্যে সম-জ্ঞান সম্পন্ন সমাজ স্থাপনের উদ্দেশ্যে নমনীয় প্রক্রিয়ায় উচ্চ-মানের শিক্ষা প্রদান করবে এবং এ রাজ্যের ভাষায়, অর্থাৎ বাংলায়, দূরশিক্ষার মাধ্যমে উচ্চশিক্ষা প্রদান করবে।
  • দুস্থদের কাছে শিক্ষা সহজলভ্য করে তুলবে।
  • ইচ্ছুক শিক্ষার্থীর জন্য জীবনব্যাপী শিক্ষালাভের সুব্যবস্থা করে দেবে।
  • সমাজের প্রাথমিক মূল্যবোধের সঙ্গে সমঝোতা না করে, প্রযুক্তির উন্নয়নের প্রচেষ্টা করে যাবে।
  • রাজ্যের ও জাতির সার্বিক উন্নয়নে অংশগ্রহণ করবে এবং শিক্ষার্থীদের ধর্মনিরপেক্ষ, বিজ্ঞানভিত্তিক ও গণতান্ত্রিক শিক্ষাগ্রহণে উদ্বুদ্ধ করবে।

Evergreen Tutorial

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *