NSOU SBG – 2 SUGGESTION – 2023

 

1) উদাহরণসহ সংজ্ঞা লিখুন—উপমা, উৎপ্রেক্ষা, সন্দেহ, বিরোধাভাস, বিষম, অতিশয়োক্তি বাজস্তুতি অলংকার

 

2) অভিসার পর্যায়ের পদ রচনায় কবি গোবিন্দদাসের কবিকৃতিত্ব আলোচনা করুন।

 

3) চন্ডীদাস ও বিদ্যাপতির কবি বৈশিষ্ট্যর উদাহরণ সহ তুলনমূলক আলোচনা ।

 

4) ‘সোনার তরী’ প্রকৃতি বিষয়ক কবিতা—আলোচনা করুন।

 

5) বিংশ শতাব্দীর আধুনিক কবিতার বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে লিখুন।

 

6) নারী কবিতায় নারীর বিষয় ভাবনা সম্পর্কে নজরুলের চিন্তা ভাবনার পরিচয় দিন।

 

7) অনুবাদক কৃত্তিবাসের সাধারণ পরিচয় দিয়ে অনুবাদ কাব্যে প্রতিফলিত কবির মৌলিক প্রতিভা সম্পর্কে আলোচনা করুন।

 

8) ছন্দোলিপি প্রস্তুত কর

 

9) যতি ও পর্ব কাকে বলে?

 

10) বাংলা ছন্দোবন্দের ‘স্বরবৃত্ত’ ছন্দ সম্পর্কে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করুন।

 

11) বাংলা শব্দালংকার ও অর্থালংকারের পার্থক্য উদাহরণসহ বুঝিয়ে দিন।

 

12) অমিত্রাক্ষর ছন্দ সম্পর্কে আলোচনা করুন।

 

13) মাত্রাবৃত্ত ছন্দ কাকে বলে? এর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো।

 

14) উদাহরণসহ তান প্রধান বা মিশ্রবৃত্ত রীতির ছন্দের স্বরূপ ও বৈশিষ্ট্য আলোচনা করুন।

 

15) প্রধান চারটি শব্দালঙ্কার সম্পর্কে বিশদ আলোচনা করুন।

 

16) সনেটের কী কী বৈশিষ্ট্য থাকে?

 

17) নীতি কবিতা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন।

 

18) ‘বনলতা সেন’ কবিতার কাব্যসৌন্দর্য বিচার করুন।

 

19)বাংলা ছন্দোবন্ধের ‘পয়ার’ সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ রচনা করুন।

 

20) রবীন্দ্রনাথ ঠাকুর -এর শতাব্দীর সূর্য কবিতার মূলভাবটি বর্ণনা করুন।

 

21) দারিদ্র্য’ কবিতায় কবি নজরুল আবেগের তীব্রতা নিয়ে তাঁর বক্তব্যকে অত্যন্ত দৃঢ় সংবদ্ধভাবে প্রকাশ করেছেন—কবিতাটি অবলম্বনে বুঝিয়ে দিন।

অথবা

দারিদ্র্য কবিতার মূল বক্তব্য আলোচনা করুন।

 

22) মেঘনাদ বধ কাব্যের ষষ্ট সফ্টের কাহিনি বর্ণনা করো।

 

23)                      তাতল সৈকত

বারি বিন্দু সহ            সুতমিত রমণী সমাজে।

কোন পর্যায়ের কার লেখা পদ? পদটি ব্যাখ্যা করুন।

 

24) বিরোধাভাস অলংকার কাকে বলে? উদাহরণ দিয়ে বোঝন কীভাবে বিরোধের অবসান হয়েছে?

Evergreen Tutorial

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *