NSOU PG – PS – 7 FINAL SUGGESTION
NETAJI SUBHAS OPEN UNIVERSITY
PG POLITICAL SCIENCE SUGGESTION
PG – PS – 7
যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিন :-
1) ঠান্ডা যুদ্ধোত্তর বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার প্রকৃতি আলোচনা করুন?
2) ইন্দোনেশিয়ার পররাষ্ট্রনীতি লক্ষ্য কি ?
3) পাকিস্তানের বিদেশিক নীতির উদ্দেশ্য লিখো ?
4) রাশিয়ান বৈদেশিক নীতিকে প্রভাবিত করে এমন সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলি লিখো ?
5) ভারতের পররাষ্ট্রনীতি প্রণয়নে ভৌগোলিক উপাদানের প্রভাব আলোচনা কর?
6) আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উত্তর আধুনিকতাবাদ ও উত্তর কাঠামোবাদের প্রধান বৈশিষ্ট্য গুলি আলোচনা করুন?
7) একটি দেশের রাজনৈতিক ঐতিহ্য তার বিদেশ নীতি নির্মাণে যে ভূমিকা পালন করে সে বিষয়ে মন্তব্য করুন?
8) বিদেশনীতির সিদ্ধান্ত গ্রহণকারী রচনা সমূহের উপর ভিত্তি করে রিচার্ড স্নাইডার এর অবস্থান মূল্যায়ন করুন?
9) ভারতের পররাষ্ট্রনীতির মূল নীতিগুলি বর্ণনা করুন। এই নীতিগুলি কি বর্তমান বিশ্বের তাৎপর্যপূর্ণ? আপনার উত্তরের পক্ষে যুক্তি দিন?
যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিন :-
1) আন্তর্জাতিক সম্পর্ক পাঠের ক্ষেত্রে নয়া উদারনীতিবাদ তত্ত্বের প্রধান বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করুন?
2) মর্টন এ. কাপলান নির্ধারিত ব্যবস্থার বিভিন্ন মডেল গুলি উল্লেখ করে বিশ্লেষণ করুন?
3) ইউরোপীয় গোষ্ঠীর(EU) প্রকৃতি ও মুখ্য বৈশিষ্ট্য গুলি আলোচনা করুন?
4) আপনি কি মআপনি কি মনে করেন যে বিদেশ নীতিকে প্রবাহিত করার ক্ষেত্রে জনমত বা জননীতি প্রকৃত কার্যকারী ?
5) ভারতের পররাষ্ট্রনীতি প্রণয়ন এ সিদ্ধান্ত গ্রহণ কাঠামো বিশ্লেষণ করুন?
6) আন্তর্জাতিক সম্পর্কের ব্যবস্থাপক তত্ত্বের বিভিন্ন ধারণাকে সংক্ষেপে বর্ণনা করুন?
7) আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মাক্স ও লেলিনের বক্তব্য সংক্ষেপে উপস্থাপন করুন?
8) মার্কিন যুক্তরাষ্ট্র কেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে? সেটা কতদূর সফল হয়েছে? আপনার উত্তরের সাপেক্ষে যুক্তি দিন?
9) সমসাময়িক বিশ্ব রাজনীতিতে পত্নীর নেতৃত্বে রাশিয়ার ভূমিকা পর্যালোচনা করুন?
10) বিদেশ নীতির সংজ্ঞা দিন? একটি দেশের বিদেশনীতি নির্মাণে ভূগোল ও প্রাকৃতিক সম্পদের ভূমিকা আলোচনা করুন?
11) চীনের ভূমিকার ওপর বিশেষ আলোকপাত করে ভারতের সাথে তার প্রতিবেশী রাষ্ট্রগুলির সম্পর্ক আলোচনা করুন?
12) ‘স্কিমা’ (Schema) বলতে কি বোঝেন?
13) কিউবার মিসাইল সঙ্কট সম্পর্কে একটি টীকা লেখ। এর তাৎপর্য কি ছিল?
14) শীতল যুদ্ধের সময়কালে গোষ্ঠীনিরপেক্ষ আন্দোলনের নেতা হিসাবে ভারতের ভূমিকা আলোচনা কর?
15) তুমি কি মনে কর জোট নিরপেক্ষ আন্দোলন বর্তমানে অপ্রাসঙ্গিক? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
16) নিরপেক্ষতা ও জোট নিরপেক্ষতার মধ্যে প্রধান পার্থক্য উল্লেখ কর?
যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিন :-
1) চীন তৃতীয় বিশ্বের দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে বিদেশ নীতির কোন কৌশল অবলম্বন করেছিল?
2) অর্থনৈতিক উন্নয়নের একটি অন্যতম উৎস হিসেবে প্রযুক্তির গুরুত্ব কতখানি?
3) ভারত ভুটান সম্পর্কে একটি টীকা লেখুন?
4) ‘ব্যবস্থা একটি বর্ণনা’ বলতে কী বোঝায়?
5) ‘আধা-প্রত্যন্ত’ বলতে কী বোঝায়?
6) NAFTA এর উNAFTA এর টিকা লেখো ?
7) টেলিভিশন ও ইন্টারনেটের ফলে কি জনমত আরো বেশি বিভ্রান্ত? উত্তরের সাপেক্ষে যুক্তি দিন?
8) Perpetual peace বইটির লেখক কে? এই বইতে লেখক আন্তর্জাতিক সম্পর্ক বিষয় কি বলেছেন?
9) রোম চুক্তির মুখ্য উদ্দেশ্য গুলি কি ছিল?
10) ‘Ping-pong diplomacy বলতে কী বোঝায়?
************************************************************************************************************
EVERGREEN TUTORIAL STUDY CENTER
WhatsApp – 8768868438
নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটি আর্টস ( Arts ) এর সকল সাবজেক্টের নোটস সাজেশন এবং অ্যাসাইনমেন্টের জন্য আপনারা আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারেন | আমাদের সেন্টারের WhatsApp নাম্বার হল – 8768868438 আমাদের সেন্টার থেকে নোটস নিলে অ্যাসাইনমেন্ট বিনামূল্যে দেয়া হবে | আমাদের সেন্টারে উন্নত মানের কমনযোগ্য নোটস এবং সাজেশন পাওয়া যায় |
***************************************************
EVERGREEN TUTORIAL STUDY CENTER
এভারগ্রীন টিউটোরিয়াল স্টাডি সেন্টার
WhatsApp – 8768868438
উন্নত মানের নোটস, অ্যাসাইনমেন্ট এবং সাজেশন এর একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ।
আমাদের সেন্টার থেকে নোটস নিলে আপনারা 70 % থেকে 80 % এর মতো কমন পেয়ে যাবেন ।
অভিজ্ঞ শিক্ষক মন্ডলী তারা আমাদের সেন্টারের সমস্ত নোটস তৈরি করা হয়।
আমরা ছাত্র-ছাত্রীদের পাশে সবসময় থাকার চেষ্টা করি এবং সমস্ত রকম ভাবে সাহায্য করার চেষ্টা করি ।
আপনারা আমাদের সেন্টার থেকে নোটস কেন নেবেন?
- BEST QUALITY NOTES
- PERFECT SUGGESTIONS
- ONLINE CLASSES
- FULL SUPPORT & GUIDE
- LOW PRICE
- PRINTED NOTES & SUGGESTIONS
- SPEED POST HOME DELIVERY
কমন যোগ্য নোটস সাজেশন নিতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন ।
EVERGREEN TUTORIAL STUDY CENTER
YOUR WAY TO SUCCESS
WhatsApp – 8768868438
***************************************************************************
কেন আমাদের নির্বাচন করবেন ?
- PDF Sample Copy দেখে নেওয়ার ব্যবস্থা আছে ।
- DTP করা নোট থাকবে।
- আমাদের নিজস্ব শিক্ষক,শিক্ষিকাদের দ্বারা বিভিন্ন রেফারেন্স বই ও নোট থেকে নোটস তৈরি করা হয় |
- পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশান পেয়ে যাবেন।
- সারাবছর সকল আপডেট ও সাহায্য পাবেন।
- 70 – 80% কমন যোগ্য সাজেশান।
- অনলাইন ক্লাসের ব্যাবস্থা।
- By Post, Cash On Delivery (COD) Available
- সমস্ত সেন্টারের থেকে কম মূল্যে উৎকৃষ্ট মানের নোটস ও অ্যাসাইনমেন্ট আমাদের সেন্টারেই পাবেন।
****************************************************************************************************************
WHATSAPP GROUP YOUTUBE CHANNEL YOUTUBE SUJOY SIR
TELEGRAM GROUP FACEBOOK GROUP FACEBOOK PAGE
*****************************************************************************************************************************
NSOU PG – PS – 7 FINAL SUGGESTION
NSOU PG – PS – 7 FINAL SUGGESTION
#NSOU #PG #PG_SUGGESTION #NSOU_PG_SUGGESTION #NSOU_PG_PS_SUGGESTION #NETAJI_SUBHAS_OPEN_UNIVERSITY #NETAJI_OPEN #PG_PS_7_FINAL_SUGGESTION #NSOU_PG_PS_7_FINAL_SUGGESTION #EVERGREEN_TUTORIAL