NSOU BDP EBG – 8 FINAL SUGGESTION 2023

( BDP 3RD YEAR BENGALI SUGGESTION 2023 )

1) অনুবাদের সমস্যাগুলি আলোচনা করুন। এই সমস্যা সম্পর্কে আপনার অভিমত আলোচনা করুন।

2) সম্পাদকীয় নিবন্ধের উদ্দেশ্য ও রচনাবৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করুন।

3) আক্ষরিক অনুবাদ ও ভাবানুবাদের পার্থক্য আলোচনা করুন।

4) একজন সাংবাদিকের কী ধরনের দক্ষতা থাকা উচিত বলে আপনার মনে হয়।

5) বাংলা বানানের বিবর্তন ফোর্ট উইলিয়াম কলেজ থেকে আধুনিক যুগ পর্যন্ত।

6) টাইপসজ্জা ন্ত মাজি, শিরোনাম, উপশিরোনাম রচনার প্রয়োজনীয়তা আলোচনা কর।

7) চর্যাপদ থেকে অন্নদামঙ্গল পর্যন্ত বাংলা বানানের বিবর্তন ধারা সম্পর্কে লিখুন।

8) বাংলা বানানের সরলীকরণ ও তার সীমা সম্পর্কে বিশ্লেষাত্মক আলোচনা করুন।

9) সম্পাদনার মূল নীতিগুলি কী? সংবাদ সংগ্রহ ও কপি-সম্পাদনা সম্পর্কে সংক্ষেলে আলোচনা করুন/সাংবাদিকের কি কি গুণাবলী বা বৈশিষ্ট্য থাকা উচিত বলে মনে হয়?

10) শ্রীকৃষ্ণকীর্তনের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য :

11) রামমোহন রায় অথবা বিদ্যাসাগরের ব্যবহৃত বাংলা বানানের কয়েকটি দৃষ্টান্ত দিন।

12) সংবাদপত্রের বিভিন্ন অঙ্গসজ্জার প্রয়োজনীয়তা বিশদ আলোচনা  কর।

13) বানানের বিশিষ্ট সংস্কারে ‘আলালের ঘরের দুলাল’ ও ‘হুতোম প্যাঁচার নকশা’র ভূমিকা উদাহরণ সহ বুঝিয়ে দিন।

14) প্রথম চৌধুীর’র বানানরীতি উদাহরণ সহ বুঝিয়ে দিন।

15) ১৯৮৫ সালে পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত বাংলা বানান সংস্কার বিষয়ক আলোচনা চক্রটির সিদ্ধান্ত সম্পর্কে সংক্ষেপে লিখুন।

16) প্রতিবেদন কী? প্রতিবেদন রচনার প্রকরণ সম্পর্কে আলোচনা করে আপনার পছন্দমত বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রতিবেদনের (অনধিক ১৫০ শব্দে) নমুনা দিন।

17) প্রুফরিডিং ও প্রুফরিডারের কাজ ব্যাখ্যা কর।

18) রবীন্দ্রনাথের গীতিনাট্য ও নৃত্যনাট্যের রূপান্তর সম্পর্কে আলোচনা করুন।

19) NEWS শব্দটির N. E, W.S- হরফগুলির মাধ্যমে কী কী অর্থ বোঝানো হয়ে থাকে।

20) শিশুপাঠ্য বইয়ের বানান সমস্যা সমাধানের জন্য অমিতাভ মুখোপাধ্যায় যে সূত্র নির্দেশ করেছেন, তার উল্লেখ কর।

21) অনুবাদ, ভাবানুবাদ ও রূপান্তরের মধ্যে পার্থক্য উদাহরণ সহ বুঝিয়ে দিন।

22)সংবাদপত্রে প্রতিবেদন রচনায় ভাষাগত বৈশিষ্ট্য অনুসরণ করে একটি প্রতিবেদন তৈরি করুন।

23) গণমাধ্যমের জন্য প্রতিবেদন রচনায় প্রতিবেদকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সংক্ষেপে লিখুন। প্রতিবেদক সরকারি বিধিভঙ্গ করলে তার পরিণতি কী হতে পারে ?

24) সম্পাদনার কাজে সূচনা ও পুনর্লিখন-এর গুরুত্ব কোথায় আলোচনা করুন। সংক্ষিপ্ত টীকা লিখুন |

 

WHATSAPP GROUP    YOUTUBE CHANNEL  TELEGRAM GROUP FACEBOOK GROUP    FACEBOOK PAGE

 

#NSOU #EBG_SUGGESTIION #EBG #NETAJI_SUBHAS_OPEN_UNIVERSITY #NETAJI_OPEN_UNIVERSITY #NSOU_EBG_SUGGESTION #BDP_BENGALI_SUGGESTION

Evergreen Tutorial

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *